আমি মোঃ লিটন মিয়া। আমার ব্যক্তিগত শখের মধ্যে, ব্লগিং এবং ইউটিউবিং অন্যতম। “বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র । নানান ভাবে নতুন জিনিস, শিখছি দিবারাত্র।”-এই উক্তিটি আমার ছোট বেলা থেকেই অনেক ভাল লাগতো।
বর্তমান সময়ে যেকোন চাকুরির প্রতিযোগিতামূলক পরীক্ষা অনেক কঠিন। যা দিন দিন আরো কঠিন থেকে কঠিনতর হচ্ছে। প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে পরীক্ষা পদ্ধতি। বলা যায় বর্তমানে চাকুরি পরীক্ষার প্রশ্ন, একাডেমিক পাঠ্যবইয়ে পঠিত পাঠ থেকে সম্পূর্ণ আলাদা। তাহলে
- এমসিকিউ-এ কোন টপিক থেকে প্রশ্ন হয়??
- লিখিত কোন টপিক থেকে প্রশ্ন হয়??
- প্রাক্টিক্যাল কোন টপিক থেকে প্রশ্ন হয়??
- ভাইবাতে কোন টপিক থেকে প্রশ্ন হয়??
- কিভাবে কম সময়ে প্রস্তুতি নেওয়া যায়??
- বিগত নিয়োগ পরীক্ষা গুলোতে কি ধরণের প্রশ্ন এসেছিল??
- আগামী পরীক্ষাগুলোতে কেমন প্রশ্ন হতে পারে??
- বর্তমানে কি কি সার্কুলার চলমান??